চাঁদ থেকে ঝ'রে পড়ছে - জোছনা
জোছনা'র নরম আলোয় ভাসছে
              হাঁস
জলে অনেক হয়েছে - ভাসা
এবার চল - আকাশে ঘর বাঁধি
নক্ষত্র ধরে ধরে - মালা গেঁথে
পরাব তোমার - গলে
তোমার খুব অভিযোগ - অভিমান
ফুলে'র মালা গেঁথে তোমার গলে
দিইনি কেন?
ফুলেও এখন - ফরমালিন
সবখানে বিষ - জলেও বিষ
ওরা এখন আকাশেও ফরমালিন
দিতে চায় - ছড়াতে চায় বিষ
জলে অনেক হয়েছে - ভাসা
এবার চল - আকাশে ঘর বাঁধি
যা আর একটু বাঁচি।।