অধীরচিত্তে চাহিয়া ওগো সংকীর্ণ বাতায়নে
বিরহী বাসনা নব বসন্ত মিলনে-
শীত নিদ্রা আড়মড়ে খুঁজি সুমাধব আগমন
বিশ্বযোগে খোঁজে ওগো তোমারি যৌবন।


ভ্রমর গুঞ্জে, তিসির ফুলে মেলায় আলিঙ্গন
ফুল মালঞ্চে মাতে শত রমনী ভূষণ
অঙ্গ ঘ্রাণের হাওয়ায় নব প্রেমের গুঞ্জন
বিশ্বযোগে খোঁজে ওগো তোমারি যৌবন।


কোকিল সুরে বেহাল মনে চপলা চরণ
প্রাণের কথা কব তারে ভীষণ আয়োজন
উদাস মনের তৃপ্তি সখা হবে নিবারণ
বিশ্বযোগে খোঁজে ওগো তোমারি যৌবন।


বিষণ্ণ শীতের পুষ্পহীন ডালে প্রাণের স্পন্দন
কোকিল তানে জাগ্রত নব ঋতুর শিহরন
এলো কেশে ছুঁয়ে চলে দখিনা পবন
বিশ্বযোগে খোঁজে ওগো তোমারি যৌবন।


পৌষ ২০,১৪২৬