যুবক তুমি বিজয়ের পথে বদ্ধ পরিকর
দগ্ধ দহন তীব্র ত্রাসে দুর্দম স্বাক্ষর।
লোলিত পাপে রুদ্ররূপে জাগাও প্রাণ শক্তি
হৃদয়ের জ্বলন্ত শিখায় ভয়াল শঙ্কার মুক্তি।


যুবক তোমার ছোঁয়ায় ধরণীতলে সত্যের কল্যাণ
দুঃসহ ভীষণ রক্তধারায় নব্য রূপের গান।
নিত্য নব দুর্গমে তুমিই তেজো মূর্তি
নিমেষে শূন্য যত ধরনীর করুণ আর্তি।


যুবক তোমার কণ্ঠে আমূল মুক্তির হুতাশন
অন্যায়ের প্রাসাদে অঙ্কিত করো মনুষ্যত্বের রণ।
বিশ্বের বুকে অন্যায়ের কবল আসবে পুনর্বার
অবরুদ্ধ পথে হইও তুমি ন্যায়ের ক্ষুরধার।