আল্লাহ তুমি মহান অতি
নেইকো তোমার তুলনা,
তোমার প্রতি আকুল আহবান
মোদের তুমি ভুলনা।
তোমার সৃষ্টি আকাশ বাতাস
তোমার সৃষ্টি চাঁদ তারা,
তোমার সৃষ্টি পাহাড় পর্বত
তোমার সৃষ্টি ঝর্ণাধারা।
তুমি মুখের আহার দাও
তৃষ্ণাতে দাও পানি,
তুমি ছাড়া নেইকো মাবুদ
আমরা সবাই মানি।
বিচার দিনের মালিক তুমি
তুমিই মহান অধিপতি,
ক্ষমা তোমার মহান গুণ
প্রসংশা তোমার প্রতি।
সকল গুণের অধিকারী
তুমি মহান আল্লাহ,
তোমার গুণের বদৌলতে
বাড়াও মোদের নেকীর পাল্লা।