খোকন সোনা যাদু ময়না
আয়রে বুকের মাঝে,
তোকে নিয়ে স্বপ্ন দেখি
সকাল দুপুর সাঁঝে।


সাত রাজার ধন তুই যে আমার
হিরা মানিক রতন,
বিশ্বজুড়ে কেউ হবেনা
দ্বিতীয় তোর মতন।


আকাশ ফুঁড়ে উড়ে যাবি
মহাকাশের পানে,
এমন কিছু করবি রে তুই
বিশ্ব যেন জানে।


পাতাল ফুঁড়ে দেখে আসবি
রহস্য কি সেথায়,
জ্ঞান বিজ্ঞানে মস্ত হবি
মেধার বিকাশ যেথায়।


প্রয়োজনে তোকে খুঁজবে
আমেরিকার নাসা,
অনেক বড় হবি রে তুই
এটাই মোদের আশা