বাংলার কৃষক গ্রামে গঞ্জে
কষ্টে করেন বাস,
মাথার ঘাম পায়ে ফেলে
করেন জমি চাষ।


রোদে পুড়ে বৃষ্টি ভিজে
মাঠে-ঘাটে রোজ
সোনার ফসল ফলান তিনি
আমরা করি ভোজ।


কৃষক-শ্রমিক নিষ্পেষিত
পায়না তারা দাম,
অর্থনীতি সচল রাখতে
ঝরায় গায়ের ঘাম।


সুখে থাকুক ভালো থাকুক
বাংলার কৃষক ভাই,
তাদের মহা অবদানে
আমরা খাবার পাই।