অসৎ লোকের অভাব নাই
সৎ লোকের অভাব,
দিনে দিনে বদলে গেছে
মানুষের স্বভাব।


অন্যর ভালো কেউ চায় না
নিজের ভালোই চায়,
অন্যর সম্পদ কুক্ষিগত
নিজের করে খায়।


অনিয়ম আজ নিয়ম হয়েছে
বদলে গেছে হালচাল,
গুরুজনের প্রতি সম্মান
উঠে গেছে আজকাল।


ঘূণে ধরা সমাজে আর
নেই ভালো কিছু,
আলো ছেড়ে সবাই ঘুরে
মরিচীকার পিছু।


মুন্সিগঞ্জ,
১৮.১২.২১
© কপিরাইট _ লেখক