ফাগুন এলো দুয়ার খোলো
সুবাস প্রাণে প্রাণে
ফুলের কলি উঠলো হেসে
অলির গানে গানে।


শিমুল ফুলে প্রাণটা দোলে
আগুন বনে বনে
ফুলের মাঝে আবির হাসে
ফাগুন জনে জনে।


আমের শাখে মুকুল ফুটে
দেখতে ভারী বেশ
মনের কোণে নীরব স্বনে
মায়াবী এক রেশ।


হাতছানিতে ডাকছে দেখো
কোকিল ডালে ডালে
নদীর জল  উছলে ওঠে
সমীর তালে তালে।


ভোরের পাখি গানের সুরে
মন মাতিয়ে তোলে
পাখির গানে কানন বনে
কবির খাতা খোলে।