হায়রে হায়রে হায়
সোজা পথ রেখে মানুষ
বাঁকা পথে যায়।


হায়রে হায়রে হায়
পিপিলিকার ভয়ে হাতি
গুহাতে লুকায়।


হায়রে হায়রে হায়
পোশাক খুলে মানুষ এখন
নেংটা হতে চায়।


হায়রে হায়রে হায়
হালাল খাবার রেখে মানুষ
হারাম খেতে চায়।


হায়রে হায়রে হায়
পিতার চেয়ে শ্বশুর এখন
বেশি সম্মান পায়।


হায়রে হায়রে হায়
ভাতের চেয়ে মানুষ এখন
ঘুষ বেশি খায়।


হায়রে হায়রে হায়
যার আছে যত বেশি
সে আরও চায়।


হায়রে হায়রে হায়
সমাজের প্রতি এখন
নাই কারো দায়।


হায়রে হায়রে হায়
ডান হাতের চেয়ে বেশি
বাম হাতের আয়।


হায়রে হায়রে হায়
কাজের চেয়ে তোষামোদি
দাম বেশি পায়।


হায়রে হায়রে হায়
দুধের চেয়ে মানুষ এখন
মদ বেশি খায়।


হায়রে হায়রে হায়
সৎ কাজের চেয়ে মানুষ
পাপে শান্তি পায়।


হায়রে হায়রে হায়
জ্ঞানীর চেয়ে মূ্র্খ এখন
বেশি সম্মান পায়।


হায়রে হায়রে হায়
সৎ লোক কোনঠাসা
অসৎ লোক ক্ষমতায় ।