হতাম যদি পাখি আমি
উড়তাম ডানা মেলে,
সারাটাদিন কাটতো আমার
নানা রকম খেলে।


এ গাছ থেকে ও গাছ যেতাম
করতোনা কেউ মানা।
আকাশ জুড়ে মেলে দিতাম
রঙিন দুটি ডানা।


সাত সমুদ্র তেরো নদী
দেখতাম ঘুরে ঘুরে,
উড়ে উড়ে গান শুনাইতাম
মিষ্টি সুরে সুরে।


মেঘের সাথে খেলতাম আমি
লুকোচুরি খেলা,
আনন্দ আর হাসি গানে
কেটে যেতো বেলা।


©afjal
স্বরবৃত্ত ছন্দ: ৪+৪/৪+২
রচনাকাল: ০৬.১০.২৩, শুক্রবার, বগুড়া।