জাতির জনক শেখ মুজিবুর রহমান
তিনি হলেন দেশের স্থপতি মহীয়ান গরীয়ান।
রক্তে অর্জিত মোদের গরব স্বাধীনতা
জয় বাংলা, বাংলার জয় হে মহান নেতা।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হারিয়েছি কত প্রাণ
কত মায়ের অধীর অপেক্ষা বাড়ি ফিরবে সন্তান।
শেখ মুজিবের ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ
খবর পেয়ে ঐক্যবদ্ধ বাংলার সকল জনগণ।
মুজিব হলো মোদের নেতা নেইকো কোন ভয়
জিতব মোরা ইনশা আল্লাহ, হবেই মোদের জয়।
বুলেট বোমা ভয় করিনা উচ্চ করি শির
রক্ত দেব, স্বাধীনতা নেব মোরা মুজিবীয় বীর।
রক্তে রঞ্জিত সবুজ বাংলা, ধর্ষিত কত বোন
হরণ হলো মায়ের আব্রু, স্বাধীনতার বীজ বোপণ।
মানবতা লুন্ঠিত আজি, জাগো বাংলা মায়ের সন্তান
নত শিরে অভিবাদন, ‘বাংলাদেশ’ সেতো মুজিবের অবদান।


রচনাকাল: ১৭.০৯.১৯,মতলব উত্তর, চাঁদপুর