নির্মম নিয়তির পরিহাসে
জীবন ক্ষত ক্ষত,
        ভালবাসার মরণ হল
        হ্নদয়ে ছিল যত।


কঠিন জ্বালা বুকের ভেতর
            অগ্নি সম দাহ,
   নৃপতি রাণী সেজে তব
আমায় নাহি চাহ।


নেত্রসারে বুক ভেসে যায়
বন্যা সম নীরে,
জীবন নদীর পাড় ভেঙ্গেছে
শত জ্বালার ভিড়ে।


হ্নদয় মাঝে কষ্টগুলি
    আপন করি লই,
   দুখে ভরা বুকে শুধু
   দিলাম কষে মই।


নিশাপতি ছড়ায় ভাতি
        আপন জ্যোতি নাই,
      তোমার হ্নদয় তেমন জানি
ভালসাসা নাই।


প্রেম বিবাগী হ্নদয়হীনা
বিষে ভরা বাণ,
       বিরহ জ্বালায় ললনাজাতি
      কেড়ে লয় প্রাণ।


কষ্টগুলি বুকের ভেতর
     জানি মরণ বার্তা,
    তোমার কারনে মোর জীবনে
    আসিল শব যাত্রা।


ভৃপতি দুহিতা তুমি
খেলছো প্রেমের খেলা,
        হাসি গানের সময় তুমি
       নেইকো কষ্টের বেলা।
       খেলা শেষে মিথ্যে এ প্রেম
       পায়ে দলে গেল,
       ভালবেসে আমার এ প্রাণ
শুধুই কষ্ট পেল।