খেলার সময় নেইকো শিশুর
বইয়ের বোঝা পিঠে,
শৈশব এখন বড়ই কঠিন
লাগে না আর মিঠে।


সারাটাদিন কোচিং  প্রাইভেট
সন্ধ্যায় গৃহে টিউটর,
মনে কোন বিনোদন  নেই
বুক যে করে ধড়পড়।


পড়ো পড়ো আরো পড়ো
শাসন বাবা মায়ের,
সবার সেরা হতে হবে
পন্ডিতপুর এই গাঁয়ের।


পুতুল খেলা কানামাছি
কোথায় গেলো সেইসব,
প্রথম হবার দৌড়ে শিশুর
লুণ্ঠিত হয় শৈশব।