মায়ের মত আপন কেহ
এই জগতে নাই,
ঘুরে ফিরে সকল শান্তি
মায়ের কাছে পাই।


আদর স্নেহ ভালোবাসা
মায়া ভরা মুখ,
অশান্তির এই ধরাধামে
মায়ের কাছেই সুখ।


মা জননী নাইরে যার
পোড়া কপাল তার,
মহাসুখে সেইতো আছে
মাতা আছে যার।


চরণ যুগল স্পর্শ করে
মায়ের দোয়া চাই,
মাগো তোমার সেবা করে
জান্নাত যেন পাই।


ছন্দঃ স্বরবৃত্ত,  মাত্রা- ৪+৪/৪+১
রচনাকালঃ ২৮.০৯.২১
স্থান- সাদুল্লাহপুর, মতলব উত্তর, চাঁদপুর।