নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি
গরীব ক্ষুধায় মরে,
সিন্ডিকেট মহাখুশি
টাকার পাহাড় গড়ে।


গরীব দুখির কষ্ট জ্বালা
বুঝতে কেহ চায়না,
গরীব মেরে মহাসুখে
সমাজপতি হায়না।


আকাশছোঁয়া দ্রব্যমূল্য
সংসার নাহি চলে,
আর ক'টা দিন সবুর করো
নেতা নেত্রী বলে।


আমজনতা মরছে ক্ষুধায়
নেতার পকেট ভারি,
গরীব মেরে সাধু সেজে
করছে নতুন বাড়ি।


অনাহারে গরীব দুখি
ক্ষুধার জ্বালায় ভুগছে,
নৈতিকতার বিপর্যয়ে
মানবতা ধুঁকছে।


ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ৪+৪/৪+২