তাজমহলের নাম বদলে দেবো তোর নাম
দেয়ালে দেয়ারে সেঁটে দেবো তোর ছবি
হোক যত বদনাম।


তোর কোলে মাথা রেখে গুনবো আকাশের তারা
তোর মনে থাকবে না কেউ
এই আমি ছাড়া।


তোর বুকে মাথা রেখে শুঁকে নেবো শান্তি
কলঙ্কের দাগ যতো আসুক
নেই তাতে ক্লান্তি।


তোর চোখে এঁকে দেবো প্রকৃতির ক্যানভাস
তোর বুকে মাথা রেখে
থাকবো হাজার মাস।


তোর কপালে পরিয়ে দিবো পূর্ণিমার চাঁদ
মিটিয়ে দেবো যতো অপূর্ণতা
মনের যতো সাধ।


তোর চুলে ছুঁয়ে দেবো আকাশে মেঘ
তোর কাছে করবো সমর্পন
উচ্ছ্সিত আবেগ।

তোকে নিয়ে যাব ফিরে দুরন্ত কৈশোরে
সেথা ছিলো স্মৃতি গাঁথা
প্রেমের অঙ্কুরে।


তোর পথে বিছিয়ে দেবো সাদা গোলাপের পাপড়ি
সাদর সম্ভাষণে বুকে জড়িয নেবো
করবো মালিকানা নামজারি।