শষ্য শ্যামল বাংলাদেশের
নানা রকম রুপ,
ষড়ঋতুর অপূর্ব দেশ
দেখতে ভারি খুব।


মন চলে যায় নদীর বাঁকে
উপচে পড়া ঢেউ,
বিলে ঝিলে শাপলা দোলে
নাইতে নামে কেউ।


সবুজ দেশে সারা বছর
ফুটে নানান ফুল,
কিচিরমিচির পাখির গানে
মন থাকে মশগুল।