তোমার আশায় পথ চেয়ে রই
সকাল বিকাল রাতি,
বুকের ভেতর তোমার আসন
তুমিই আমার ভাতি।


দিন কেটে যায় তোমার আশায়
রাত কেটে যায় কেঁদে,
বিরহ ব্যথায় প্রহর কাটাই
কষ্টে যে বুক বেঁধে।


বিরহ জ্বালায় নিঠুর বন্ধু
পরাণ আমার জ্বলে,
কলঙ্ক বোঝা মাথায় এখন
নয়ন অশ্রু জলে।


রাগ-অনুরাগ থাকতেই পারে
প্রেম পিরিতির মাঝে,
তাই বলে কেউ প্রেম ছেড়ে যায়
সকাল বিকাল সাঁঝে।


তোমায় বিহীন বিরান হৃদয়
অগ্নিতে যায পুড়ে,
কেমনে পারলে পাষাণ বন্ধু
থাকতে অনেক দূরে।