নেই আলো নেই বাতাশ
উল্লাস নেই উচ্ছ্বাস নেই
আশা নেই হতাশার আড়ম্বে
বিশ্বাস নেই অবিশ্বাসের ভীড়ে।


জীব আছে মানুষ নেই
মানুষ আছে মন নেই
চেতনায় নর্দমার তীব্র গন্ধ
মস্তিষ্কে ময়লার বিরাট স্তুপ।


প্রচন্ড দাবদাহে উৎতপ্ত পৃথিবী
টপ টপ করে ঝরে শরীরের ঘাম
তৃষ্ণায় ফেটে যায় বুকের ছাতি
কেউ নেই পানি হাতে অপেক্ষায়...।


নির্বাক বিবেক, হতবাক ভাবনা
স্বপ্ন বিপন্ন, শোকস্তব্ধ হ্নদয়
নিস্তব্ধতায় বাকরুদ্ধ পৃথিবী
এখানে অন্যর জন্য কেউ ভাবেনা।


চারিদিকে অন্ধকার,আলোর সন্ধান নেই
নিষ্প্রভ চেতনা বহুধা বিভক্ত
উৎফুল্লতা নেই উৎকন্ঠার শাসনে
জগদ্দল পাথরে চাপা রঙিন মন।


অর্থহীন জীবনে মৃত্যুর আকুল আহবান
বিবেক মরে না, বিবেক বদলায়
সকল কদর্য দুরে ঠেলে সুন্দরের আহবানে
রাতের জ্যোস্না হাতে রাখে হাত।