হাড় কাঁপানো ভয়াল শীতে
গরীব মানুষ কাঁপে,
বড়ই নিঠুর এই প্রকৃতি
মানুষ দারুণ চাপে।


গরম পোশাক নেইকো তাদের
শীতে কাটে জীবন,
মনের কষ্ট মনের ভেতর
দেহে উঠে কাঁপন।


পেটে ক্ষুধা মনে জ্বালা
নেইকো কোন কামাই,
শীতের পিঠা খেতে আজি
বাড়ী আসছে জামাই।


কেমন করে চালাই সংসার
বুঝতে নাহি পারি,
শীত বস্তু ছাড়াই জীবন
দিতে হবে পাড়ি।


আছেন কেহ মহান মানুষ
যাদের আছে সম্বল,
গরীব দুখীর পাশে দাঁড়ান
দিয়ে একটি কম্বল।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+২
@afjal©