চন্দ্ৰ ছাড়া পূর্ণিমা রাত
সূর্য ছাড়া দিন-
তুমি ছাড়া আমি তেমন
শূন্য বুকে রক্তক্ষরণ
বেঁচে থাকা হৃৎপন্ড বিহীন।


আশা ছিল তব গলে পরাবো মালা
শূন্য বুক পূর্ণ করে মেটাবো জ্বালা
হঠাৎ এল বৈশাখী ঝড়
ভেঙ্গে দিল গড়া এ ঘর
স্বপ্ন হল সমুদ্রে বিলীন।


সবাই জানে তোমায় ছাড়া বাঁচব না আমি
কোথায় আছ কেমন আছ প্রাণের প্রাণ তুমি
আশায় আশায় বুকটা বাকি
চলে এসো প্রাণের সাথী
শবদেহ তোমাকে বিহীন।