শ্রাবন্তী-শ্রাবন্তী
এখনো আছে অনেক আশা-বেঁচে থাকার ভরসা
এখনো স্বপ্ন দেখি-কবিতা লিখি
এখনো মানসপটে ভেসে উঠে সেই মুখচ্ছবি
দুর হয় মৃত্যুর চেয়ে যন্ত্রনাদায়ক ক্লান্তি
                 শ্রাবন্তী-শ্রাবন্তী।

বুকে দীর্ঘ তপ্ত শ্বাস-কন্ঠে বেদনার করুন সুর
চোখের কোনায় চৈত্রের খরতাপ
মনে হয় পৃথিবীটা বিষন্ন জঘৃন্য
এখানে বেঁচে থাকাটা শুধুই মূল্যহীন
এখানে প্রেম নেই-ভালবাসা নেই
হ্নদয়ে হ্নদয়ে হ্নদ্যতা নেই
অন্তরে অন্তরে নেই আন্তরিকতা
যেন সব কিছুই কৃত্রিম-সব কিছুই ভ্রান্তি
                          শ্রাবন্তী-শ্রাবন্তী।

সন্ধায় অস্ত যাওয়া সূর্যটা সকালে আবার উঠবে
চন্দ্রগ্রহনে হারিয়ে যাওয়া চন্দ্রটা আবার আলো ছড়াবে
মেঘে ঢাকা তারকারাজি আবার দেখা দিবে গগনে
চৈত্রের দাবদাহ শেষ হবে-শ্রাবণের বৃষ্টিতে
শীতের  জড়তা কেটে যাবে-বসন্তের আগমনে
তেমনি হারানো প্রেম ফিরে পাব-ভরসাই  শান্তি
                                   শ্রাবন্তী-শ্রাবন্তী।


এখনো আছে অনেক আশা-বেঁচে থাকার ভরসা
এখনো স্বপ্ন দেখি-কবিতা লিখি
এখনো মানসপটে ভেসে উঠে সেই মুখচ্ছবি
দুর হয় মৃত্যুর চেয়ে যন্ত্রনাদায়ক ক্লান্তি
                          শ্রাবন্তী-শ্রাবন্তী।


রচনা কালঃ ১৪.০৯.২০০৬
চৌগাছা,যশোর।