কাউকে নয় অবহেলা
সম্মান সবার প্রতি,
একের চেয়ে দশ ভালো
হোক যত অতি।


আত্নঅহংকার ঝেরে ফেলে
উদার হও সবে,
সবার ভালো হলেই তবে
নিজের ভালো হবে।


নিজেকে যে বড় ভাবে
বড় সে নয়,
সবাই যাকে বড় মানে
বড় সেই হয়।


সকল জীবে ভালোবাসা
অন্তরে যার আছে,
সেইতো জগৎ শ্রেষ্ঠ মানব
সৃষ্টিকর্তার কাছে।


@কপিরাইট; কবি
বইঃ ছড়ায় ছড়ায় শেখা
স্থানঃ বগুড়া