তোমাতে  আচ্ছন্ন
তোমাতে  প্রসন্ন্
তোমাতে  বশ্যতা
তোমাতে  ব্যস্ততা

তোমাতে  সম্মোহন
তোমাতে  বিচরণ
তোমাতে  প্রেরণা
তোমাতে  প্রেষণা

তোমাতে  কল্প
তোমাতে  সাফল্য
তোমাতে  ধ্যান
তোমাতে  জ্ঞান

তোমাতে  বিমোহিত
তোমাতে  দ্রবীভূত
তোমাতে  জয়
তোমাতে  ক্ষয়

তোমাতে  বসবাস
তোমাতে  সর্বনাশ
তোমাতে  কিরণ
তোমাতে  মরণ

তোমাতে  আমার তুমি
তোমাতে  তোমার আমি
তোমাতে  সমাধী
তোমাতে  সমাপ্তি