স্যার ফজলে হাসান আবেদ
বিশ্বের এক বিষ্ময়,
মানবতার আলোকচ্ছটা
অন্ধকারে সূর্যোদয়।


হতাশা প্রাণে ভরসা আনে
জ্বালায় আশার বাতি,
বানিয়াচংয়ের সেই ছেলেটি
বিশ্বে ছড়ায় খ্যাতি।


শোষণমুক্ত বিশ্ব গড়ার
স্বপ্ন দেখান যিনি,
বিশ্বব্যাপি উন্নয়নের
রোলমডেল তিনি।


স্বপ্ন তিনি ছড়িয়ে দিলেন
সারা বিশ্বব্যাপি,
সম্ভাবনার বীজ বুনে আজ
দুখি মানুষ হ্যাপি।


স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি
সবখানে তাঁর অবদান,
বিশ্বব্যাপি পেয়েছেন তিনি
যশ খ্যাতি সম্মান।


নারী-পুরুষ সমতা এনে
করলে উপকার,
কিংবদন্তী ফজলে হাসান
ব্র্যাকের রুপকার।


সহজ সরল শৈল্পিক মানুষ
ব্র্যাকের আবেদ ভাই,
সব কিছুর হয় তুলনা
তাঁর তুলনা নাই।


নশ্বর দেহ ভস্ম হবে
তুমি রবে অন্তরে,
তোমার কীর্তি সাক্ষী রবে
যুগ-যুগান্তর ধরে।