মনের মানুষ বুকের ভেতর
চুপটি করে রয়,
আপনমনে সারাটিক্ষণ
মনের কথা কয়।


হৃদ আসনে বসত করে
সিক্ত করে মন,
ভালোবাসার গভীর টানে
প্রাসাদ ছেড়ে বন।


নয়ন জুড়ায় তাকে হেরি
সুখে ভাসে বুক
তিমির রাতে ভেসে ওঠে
জ্যোস্না মাখা মুখ।


প্রেম সাগরে আঁচড়ে পড়ে
উথাল পাথাল ঢেউ,
মজনু ছাড়া লাইলি ব্যথা
জানবেনাতো কেউ।


আশেক বিনা বুঝবেনা কেউ
প্রেমের কত দাম,
মনের সাথে মনের ক্রিয়া
স্পর্শ ছাড়াই কাম।


স্বরবৃত্ত মাত্রাঃ ৪+৪+৪+১