মন আর মন নেই
ভেঙে হয়েছে খান খান
কোনকিছু ভাঙলে শব্দ হয়
মন ভাঙার কোন শব্দ নেই
আছে শুধু ব্যথা আর ব্যথা
বুকের গহীনে শব্দহীন এক ব্যথা।


মন আর মন নেই
মনের ভগ্নাংশ গুলো
বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে
অনুর্বর হৃদয়ের আশপাশে
যে হৃদয়ে আর অনুভূতি কাজ করে না
শবদেহের মতো নিথর সেই মন।


মন আর মন নেই
গাণিতিক ভগ্নাংশও পূর্ণ সংখ্যায় পরিণত হয়
মূলদ, অমূলদ সংখ্যারও সমাধান আসে
মন ভগ্নাংশের অংক বড়ই জটিলীকরণ
পূর্ণ মন ভগ্নাংশে পরিণত হয়
কিন্তু ভগ্নাংশ মন আর পূর্ণতা পায় না।