চীনের উহান থেকে গোটা বিশ্ব,
দেখছে আজ করোনার করুণ দৃশ্য।
বহুল আলোচিত করোনা ভাইরাস,
বিশ্বকে করে ফেলেছে গ্রাস।
বিশ্বের যত বড় মহামারী,
করোনা তার‌ই বড় অনুসারী।
বিশ সালে এসে,
পৃথিবী যাচ্ছে করোনায় ভেসে।
করোনার ভয়াল প্রকোপ,
মানবজাতির জন্য বড়ই দূর্ভোগ।
বিশ্ব যেখানে আজ ব্যর্থ,
কিছু মানুষ দেখছে নিজেদের স্বার্থ।
ভাবলেই বাংলাদেশের কথা,
বাঙালি বুকে পায় ব্যথা।
অত্যন্ত সংক্রামক এই করোনা,
তবুও আমরা সচেতন না।
বাংলাদেশে দ্রুত ছড়াচ্ছে করোনা,
তাও আমরা নিয়ম মানতেছিনা।
বাঙালি এক আজব জাতি,
জেনেশুনে করছে নিজেদের ক্ষতি।
যখনি খুলে দেওয়া হল শপিংমল,
মার্কেটে হাজারো মানুষের ঢল।
আক্রান্তের সংখ্যা যাচ্ছে বেড়ে,
করোনা নিচ্ছে আমাদের জীবন কেড়ে।
অর্থনীতির চাকা যেখানে আজ ব্যাহত,
দূর্নীতি সেখানে আজ‌ও অব্যাহত।
দেশে যখন চলছে লকডাউন,
দূর্নীতিবাজরা ব্যস্ত ভরাতে গোডাউন।
বর্তমানে বাংলাদেশের দূর্নীতি,
করছে দেশের চরম ক্ষতি।
শোনো চেয়ারম্যান ও মেম্বাররা,
তোমাদের কাছে কি পেলাম আমরা।
নির্বাচনের সময় বল বড় বড় কথা,
ত্রাণ লুটে গরিবের মনে দাও ব্যথা।
সম্পদের সুষম বণ্টন,
বাংলাদেশে একান্তই প্রয়োজন।
তবে অনেক সামাজিক সংগঠন,
জনগণের সেবায় নিয়োজিত সারাক্ষণ।
আরও হতে হবে সচেতন,
নিরাপদ রাখতে আমাদের জীবন।
সবার মনে একটাই চাওয়া,
কবে যাবে করোনার ভ্যাকসিন পাওয়া।
দোয়া করি আল্লাহর কাছে🙌
যেন বড় সুস্থতা দেন আমাদের মাঝে।