তোমার খোপার কাকড়ার মতন আমাকে আকড়ে ধরতে পারনি I
তুমি ঝরে যাওয়া বৃষ্টির মাঝে  রং খুঁজে পাও
যেটা শুধু ঝরতে জানে , ঝরে যাবার কারণ তুমি খোঁজোনি l


পাহাড়ে জমে থাকা বরফ ঘেসে যেই বাতাস বয়ে ছিল
তাতে তুমি শুধু শীতল হয়েছো
তুমি বোঝনি ,
বরফ জমে থাকলেই দীর্ঘশাস আর গলে গেলেই সর্বনাস l


তুমি সংক্ষচিল দূর-আকাশ থেকে সবুজ দেখেছো,
সবুজ ঘাসের নিচে লুকিয়ে থাকা ধুলি-কণার যন্ত্রণার খেলা দেখো নি   l