তফাৎ এর মর্ম নয় শুধুই স্বাপ্নিকঅর্থ
তোমার কাছে
         বাস্তব মানে ভার্চুয়াল বিলাসী
আর আমার কাছে
           সেটা শিরদাঁড়া বিহীন ভবিষ্যৎ।
তফাৎ এর সংঞ্জা হলো  
     তোমার কাছে মন আর বিবেক একই বইয়ের একটা অধ্যায়,
আর আমার কাছে  মন অর্থ আমি বা আমার বিলাসিতা
           বিবেক  হলো আমার পরিবার পরিজন কে নিয়ে আমার অস্তিত্ব।
তফাৎ এর ডেফিনেশন ব্যাসার্ধ বা  দৈর্ঘ্যে প্রস্থে
হয়তো অনেক ছোট কিন্তু ,
সেটা অনুভূতির অনন্যতায় পরিপূর্ণতায় বিহবল;
তফাৎ এর অর্থ তোমার কাছে হয়তো নির্দিষ্ট দিনে
সেলফি উইথ ক্যাপশন
       আর আমার কাছে স্নেহের ঘাম অর্থাৎ স্নেহের  পারফিউম  মোড়ানো
           অস্তিত্বে জড়ানো কিছু সুইটমিটস।
তফাৎ অর্থ তোমার কাছে
         নির্দিষ্ট সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে কিছু ফরমালিটি
আর আমার কাছে বাসায় আগমনের পর
                প্রতিমুহূর্ত বাসায় আল্লাহ পাঠানো দূত বা জান্নাত ।।
তফাৎ এর অর্থ
নতুন কিছু নয়  !
       তোমার কাছে ইমোশন আধুনিক শব্দ আর
আমার  কাছে আজও ঘামে মোড়ানো বা না প্রকাশ করা রক্তের অশ্রু
       নির্বাকে ঘামের পানিতে মোড়ানো ভালোবাসার ফুল ফোটানো
     আত্মউৎসর্গের  হাসি , এর থেকে বেশি কিছু নয়।
তোমার কাছে  ইমোশন মানে প্রকাশিত  ভালোবাসা
আর আমার কাছে অপ্রকাশিত কিছু  ত্যাগের বিনিময়ে কিছু হাসি মুখ ।
আর কিছু  অপ্রকাশিত ছোট নগন্য অর্থবহুল শব্দের সমাহার ।।
              ------------------------(বাক্যাস্ত্রধারী এক নির্বাক মহারথী)