বেলায় ঘুরেছো মেলায়
ক্ষণ বয়ে যায় অবহেলায়
দিন শেষে দীনের শ্রমের কণা
মৃত্তিকায় জন্মায় ফসলের কণা
প্রহর এর বিদায় বেলায় চারিদিকে অবসর নিরিবিলি মাঠ ঘাট শ্রান্ত
বয়ে চলে  রয়ে যায় আবহমান হয়
ভাসমান শ্রমের বিন্দু বিন্দু  অণু পরমাণুর চক্র  এগিয়ে চলে স্বপ্নের বিধি সত্যির অমৃত  হবার খেলায়।।