দৃশ্যমানতায়  অদৃশ্যমান
অদৃশ্যমানতায় কেবল-
    খুঁজে পায় প্রশ্নবোধক চিহ্ন ।
চিনতে চাইলে দৃশ্যমান ,
  জানতে ইচ্ছা অন্ধকারেও প্রশ্নবোধক চিহ্ন ।
স্রোতের অনুকূলে ভাসতে কেবল
কচুরিপানার ন্যায় তালে তাল  
আর প্রতিকূলতায় জাগায়
নতুনত্ব যুক্তিবাদী প্রশ্নবোধক চিহ্ন।
ভাব জমাতে শুধু -
কথার মাখনে আর ফরমালিন মিশ্রিত
           তেলা মাথায় তেল  আর তোষামোদী
কিন্তু  জানতে লাগে-
বোবা হয়ে মনের সাথের মনের  অদৃশ্যমান হিসাব ও মস্তিষ্কের যুদ্ধ
    আর অমীমাংসিত হাজারটা  প্রশ্নবোধক চিহ্ন ।


-------------------------------------------------------আফরাইম আহসান
-------------------------------------------------------(বাক্যাস্ত্রধারী এক নির্বাক মহারথী)