চার বর্ণের একটি শব্দ টাকা
দৈর্ঘ্যে ছোট স্বভাবে আর
  প্রভাবে  এটি সাড়ে ষোল আনা এর ডাবল স্কয়ার,
   করছে রাজত্ব মানুষকে বানাচ্ছে দাস
  পরোক্ষভাবে নয় !
তাহলে কি ভাবে বলেন তো ?
    প্রতোক্ষভাবে তাকে নিয়ে করছে উপহাস
গর্বের বিষয় কোথায় জানেন?
   এই ভাবে ই আমরা সাদরে লালন করে ধরে রেখেছি
উন্নত সমাজের  বিবেকহীন হয়ে উন্নতি করার যুক্তিযুক্ত রাশ।
টাকাই এনেছে
       নয়নে রক্তের অশ্রু ;
টাকাই এনেছে
          দুগ্ধমুখে হাসি
বিশ্বাস হবে না কিন্তু সত্য
টাকাই আজ  সফলভাবে
          মনুষত্ব আর বিবেক এর গলায় পরিয়েছে ফাঁস;
পরোক্ষভাবে এই চারটি বর্ণপ্রভাবে
  মনুষত্ব আর বিবেক হয়েছে  রক্তমাংসের শরীরে গড়া
মানুষের মনমতিভ্রমের  দাস ;
  আর মনুষত্ব আর বিবেক এর মুখে টাকা দিচ্ছে ঠাস ঠাস
এটাই সব থেকে বড় উপহাস।
একটা কথা জানেন কি!
না থাকলো ডিগ্রি বা না থাকুক
            প্যাটেন্ট বা স্বত্তাধিকার চুক্তির সই
টাকা থাকলে আজ
         গেট ওয়ান ফ্রি ওয়ান অফারে  হতে পারেন
উপহাস নামক অভিধানের রাইটার ;
           এটাই অনন্য একটি উপহাস।
  টাকা না থাকলে দাস
  আর চারটি বর্ণের পকেটমালিক করবে উপহাস
  অর্থাৎ  
   উপহাস ও টাকার ই দাসস !!
মডার্ণ সমাজের জন্য এটাই লজিক্যাল  উপহাস ।।