কথার ভাষা হারিয়ে যায় তখন
যখন আমি শরীরে  অক্ষত থাকলেও
ভেতরকার আত্মা আমার দেহে প্রবেশে লজ্জা পায় তখন
গলার ধ্বনি ভেতরে থমকে যায় তখন যখন দেখি এক পথকুকুর  নিজেকে পশু বলে পরিচয়  দেয়
যেখানে আমার পরিচয় নেই দেবার মতোন ।।
ভাবতে কখন লজ্জা লাগে জানেন কি আপনি ! যখন মানবতার সমীকরণে হিসেব করে দেখি আমি সমান সমান
মানুষ বা প্রাণী কোনো ফলাফল বের হয় না তখন ।।
ভাবতে কখন লজ্জা লাগে তখন  যখন মানবতার  মানদন্ডে কুকুর  পাল্লায়  ভারী থাকে আর
আমি নিজেকে লুকাতে ব্যস্ত থাকি তখন