জীবনের রঙিন খাতায়, পাতায় পাতায়, এঁকেছি সাদা-কালো,
তবে আমি লোকের কাছে খারাপ মানুষ, ভালো!
আবেগের ভেলায় চড়ে, আপন করে, ভুল করেছি কত!
কত মানুষেরাই, মানস পটে, এঁকেছে গভীর ক্ষত।
তাই আমি তো খারাপ মানুষ, সবাই জানুক তা-ই,
যেন মোর দুর্বলতা - বোকামি, না টের পায়;
কঠিন খাড়া পর্বতের ঐ টিলায়, যেন মেঘে আড়াল হই,
যদি এতে তাদের ক্ষোভের পাথর তিলে তিলে খোয়;
আমি তো মানুষ ভালো নই।
গাছের ওই সবুজ পাতা, আকাশের বিশাল ছাতা-ই,
ভালোবেসে দিয়েছে আশ্রয়,
যদিও আমি মানুষ ভালো নই।।।



              মানুষ ভালো নই
                 - মায়মূনা আফরা
                           (১৬.২.২২)