জানি না, এমনটা মনে হওয়া অনুচিত কিনা,
যা মনে হয়, তা-ই বলছি; কারণ জ্ঞানী নই।
খুব করে মনে হয়, কী করে প্রভুর কাছে
ফিরবে আপন, আজরাইল বিনা?


সে বুঝি খুব ভয়ঙ্কর?
নেই চিন্তা, নেই ভয়।
যেতে হবে মাটির ঘর?
আমি যে মাটিরই মানুষ; আত্মা সে তো নয়।


আজরাইল যদি আসে?
আসুক, সে তো শুভক্ষণ;
আপেক্ষিক এ দুনিয়া ছেড়ে,
মহান আল্লাহ্ তা'লার কাছেই তো যাবে এ ভারী মন।


তাই আজরাইলকে (আঃ) আমার বন্ধুই মনে হয় ।


                  
    আজরাইলকে (আঃ) আমার বন্ধু মনে হয়
                   -মায়মূনা আফরা
                          (২৬ জুন, ২০২০)