এ কী অপরূপ সাজে সাজো মা,
জননী মাতৃভূমি!
একেক ঋতুতে নতুন রূপে যে,
নতুন নতুন তুমি।


বৈশাখেতে কালবোশেখির
আম কুড়াবার ধুম ,
পাড়া-গাঁয়ের, ছেলে-বুড়ো
সবাই হারায় ঘুম।
আম, জাম, লিচু, জামরুল,
আরো কতো ফলে ফলাহার!
বোশেখ-জষ্টি কেটে যায় তো,
দেখে দেখে এ বাহার!


তারপরে তো বর্ষাকালে,
শরৎকালেও যে আছে,
কত ফুল ফোটে- শিউলি, কেয়া,
জুঁই, জবা, গাছে গাছে।


হেমন্তে যে নবান্ন হয়,
তা তো সকলেরই জানা,
নতুন ধান ঘরে তুলে,
পরে সে ধান আবার ভানা।


পরে যে শীতে কুয়াশার চাদর
গায়ে দাও ভালো করে,
শুরু হয়ে যায় ধুমধাম,
পিঠা উৎসব ঘরে ঘরে।
খেজুর গাছে লাগানো হাঁড়ি,
থাকে রসে হয়ে ভরা,
সে রস দিয়েই তো পিঠা পুলি,
গ্রাম আনন্দে মাতোয়ারা।


বসন্তে যে তোমার পুষ্পে খচিত,
নানান রকম ফুল,
গাছে গাছে পাখি, বনে বনে ফুল,
চারিদিকে পরিবর্তন আমূল।


সুজলা সুফলা শস্য শ্যামলা,
তোমার প্রাণ জুড়ানো হাসি,
তুমি মোর প্রিয় বাংলা মাতা,
আমি তোমায় ভালোবাসি।।।



        জননী মাতৃভূমি
            - মায়মূনা আফরা
                  (১৪.১০.২০১৮)


( কবিতাটি যেদিন প্রকাশ করছি- আজ, ২১ ফেব্রুয়ারি।মহান মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল ভাষাশহিদকে যাঁদের প্রাণের বিনিময়ে আজ মায়ের ভাষা, বাংলায় কথা বলতে পারছি, লিখতে পারছি। অগণিত সালাম তাঁদের তরে।।।)