তোমাকে হারিয়ে আমি ওগো
হয়েছিলাম
দিশেহারা
আমি পথে পথে ঘুরে
খুঁজে ফিরি তোমায়
হয়ে পাগল পারা।
তারপর
ওগো বুঝেছিলাম
আমি
তুমি অমর মা
তুমি এই বাঙলার
প্রতিটি কনায়
ছড়িয়ে রয়েছ মা।
মা ও মা. . . .
মা ও মা. . . .
তুমি মা. . আমার মা।


তুমি এক মা আমার
চলে গেছ কিন্তু
হাজারটা মা আছে
তুমি এক মা মোর
ঘুরেফিরে আছ
হাজার মায়ের
মাঝে।
আমি আজাদ
তোমার
ওগো মমতাময়ী
আর তুমি কেঁদোনা-
আমি খেতে পারিনি
ভাত বলে ওগো
তুমি কেন খেলেনা?
তুমি আজীবন ওগো
ভালবেসেছ মোরে
দিয়েছ কত
শান্তনা
ওগো প্রাণ দিয়েছি
হাজার মায়ের তরে
মুছেছি তাঁদের
যন্ত্রনা।
মা ও মা. . . .
মা ও মা. . . .
তুমি মা. . আমার মা।


মা তুমি জাহানারা ইমাম
আমি তোমার রুমী
ওগো দেশের তরেতে
ত্যাগ
করেছিলে মোরে
যুদ্বে গেছি আমি।
ওগো মা মোর তুমি
আমার বেদনা
আমার বুকের সুখ
ওগো যত পিশাচ
মেরেছি আমি
দেখেছি তোমার
হাসিমুখ।
মা ও মা. . . .
মা ও মা. . . .
তুমি মা. . আমার মা।


আমি পুরো পৃথিবীর
সকল মায়ের
সন্তান হতে চাই
আমি সকল মায়ের
দুঃখ ওগো
সুখে বদলাতে চাই।
সকল ছেলের
জন্যে ওগো
রইল মোর আবদার
তুমি সেবা কর
মায়ের
ওরে হইয়োনা গাদ্দার।
তুমি সুখী হয়ে
যেতে যদি চাও
মায়েরে সুখী কর
সবচায়তে মূল্যবান
সে
মমতাময়ী বড়।
মা ও মা. . . .
মা ও মা. . . .
তুমি মা. . আমার মা।