কবিতার খাতা!
আমার কবিতার খাতা!
তার আজ হয়েছে হালনাগাদ।


পুরনো একটি খাতা ছিল
কবিতা লিখবার
খাতাটা ভরে গেছে
খুব কম পাতা-ই কবিতার!


বেশিরভাগই কাটাকুটি
কিছু আবেগ,কিছু কথা,
না বলা কিছু ভাষায়
ভরে গেছে খাতাটা।


কবিতার চেয়ে বেশি আছে
সেই পুরনো খাতাটায়-
কিছু স্বপ্ন,কিছু গল্প
খাতাটা ভরে গেছে
হৃদয়ের কিছু অব্যক্ত কথায়!


নতুন খাতা!
আজ তোর হালনাগাদ দিবস!
আশীর্বাদ করি-
যেন পুরনো খাতার মতই
দীর্ঘজীবী হস।


বয়ে নিয়ে বেড়াবি
আমার স্বপ্ন,হৃদয়ের অব্যক্ত কথা,
আমার আবেগ,অজেয় কথার বাঁধ
আশীর্বাদ করি এইদিনে
ওহে নতুন খাতা
আজ তোর হালনাগাদ।


[কবিতা লেখার জন্য নতুন খাতা কিনেছিলাম কাল।প্রথম কবিতাটা কি হবে ভাবতে ভাবতে লিখে ফেললাম-হালনাগাদ।]