আজ আরেকবার
আমি উড়তে চাই
সেই শঙ্খচিলের মতন,
আগের বার
আমি উড়েছিলাম
ভীতু-কাপুরুষের মতন!


আজ আরেকবার
আমি বাঁচতে চাই
তোকে বুকের মাঝে করে যতন,
আগের বার
আমি বেঁচেছিলাম
নিয়ে ভালবাসাহীন জীবন!


আজ আরেকবার
আমি মরতে চাই
এই দেশের তরেতে দিয়ে জীবন,
আগের বার
আমি মরেছিলাম
ভীতু-কাপুরুষের মতন।


আজ আরেকবার
আমি ভাসতে চাই
সেই পাল তোলা নৌকার মতন,
আগের বার
আমি ভেসেছিলাম
মৃত লাশের মতন।


পূর্ন আনন্দে
আমি পারিনি উড়তে
পারিনি সঠিকভাবে বাঁচতে,
কাপুরুষের মত চাইনা মরতে
চাইনা লাশের মত ভাসতে।
তাই. . . .


চল আরেকবার উড়ি,
চল আরেকবার বাঁচি,
চল আরেকবার মরি,
চল আরেকবার ভাসি।