শেষ বিকেলের রোদটা গড়ায়,
হঠাৎ পড়ে মনে,
কথা ছিল মাটি ঘেরা,
ক্যালেন্ডুলার সনে।


একি আবার? ফুল একটা,
নামটা জানো নাকো?
বলছি তবে, একটু থামো,
মনযোগে রাখো।


মাটির শহর, নতুন বাড়ি,
ছোট্ট ক্যালেন্ডুলার,
এইতো দু'দিন আগেই এলো,
কী কান্না তার!


সাথে কিছু এলোপাতা,
কলি ছিল ক'টা,
ব্যস্ত সময়, পথের মাঝে,
হয়তো গেছে কাটা।


নার্সারিতে যেথা অনেক,
ফুলের গাছের সারি,
মা-বাবা, আর ভাই-বোন,
তার দিনটা ছিল ভারি!


হলুদ রঙের চোখ জুড়ানো,
রূপেই যেন ভুলে,
একলা পথের পথিক করে,
আনা হলো তুলে।


ফুল নেবে, ফুল নেবে গো,
কত্ত হাঁকাহাঁকি-
কিনে তো আনা হলো,
কোথায় বলো রাখি?


মাটির দেশে ফিরিয়ে দিলাম,
তবুও যে ও একা,
আঁধার ঘনায়, রোদ বলে যায়,
আবার হবে দেখা...