খুব সকালে কিচিরমিচির পাখির ডাকে,
হয়তো আমি ভেসে আসা ছন্দ হব,
পথের বাঁকে ক্ষয়ে আসা ইটের উপর,
হয়তো আমি ঝরা পাতায় উদাস হাওয়া।
ইচ্ছে হলেই মেঘের মতো হারিয়ে গেলে,
বৃষ্টি হলেই যাবে কি-আর খুঁজে পাওয়া?
এমন অনেক গল্প আছে কল্প কথায়,
কে-ই বা পড়ে সুদূর পথের মৃত্যু গাঁথা...
পথিক হলেই যায় কি আঁকা পথের ছবি?
কালের কণ্ঠে হয়তো আমি নীরবতা...