অক্সিজেন, একটু অক্সিজেন,
আকুতি বাঁচতে চাওয়ার,
কিন্তু, সময় কোথায়?
মৃত্যু যখন এত কাছে।


একটা রোড এক্সিডেন্ট,
কে ভেবেছিল যে,
এই সময়টা মুছে দিবে,
ক্লাসের সেই ছেলেটাকে...


ওরা তো অপমান করেছিল,
তবে কেন এ আক্ষেপ?
ওরা ছিল না কোথাও,
সময় যখন পাশে থাকার।


তবে কি-
মৃত্যুতে সে হয়েছে অমর?
নাঃ, মা তার হারিয়েছে জ্ঞান,
আর বাবা? সে তো পাগলপ্রায়।


কে দেবে এই,
অকালে মৃত্যুর সান্ত্বনা?
আত্মীয়রা?
একমাত্র ছেলে মারা গেছে,
তারা তো খোঁজে অংশীদার।


বন্ধুরা?
ফেইসবুকে ছবি পোস্ট,
খবর যে জানাবার,
কত ছিল কাছের তবু,
সময় ছিল না দেবার।


তবে কি সময়টা,
নামহীন রচনা?
মানুষের মতোই কি-
খুব চেনা, অচেনা?