সত্য-কে করে মিথ্যে,
আর মিথ্যে-কে সত্য,
দিনগুলো এমনই তো,
লেখা হয় নিত্য।


শোনা কথায় বিশ্বাস,
আর নিজেকেই অবিশ্বাস,
এটাই সহজ চলা,
কঠিন তো মানুষ হওয়া।


চারদিকে মুখ আর,
মুখোশের ঘরে,
মানুষের কথা শুনে,
মানুষ আজ মরে।


কে কি বলবে আজ,
ভেবে চলা লাগে,
তাই, বড় যদি হতে চাও,
বড় হও আগে।


যদিও মানুষের মুখে জয়,
মানুষের মুখেই ক্ষয়,
তাও মানুষ উপেক্ষা করেই,
মানুষ আজ বড় হয়।


✍️ বর্তমান সময়ের খবরের কাগজ আর ফেইসবুক এ দুটোর পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা।