ভাবী শোনেন, আমার মেয়েটা,
মস্ত বড় স্টার,
প্রোফাইলে হাজার হাজার,
ফ্যান-ফলোয়ার তার।


রোজ রোজই তো পার্লারে যায়,
ফ্যাশন সচেতন,
মাঝে মাঝেই ঘুরতে বেড়োয়,
বন্ধু অনেকজন।


আপনার মেয়ে তো তেমনটা নয়,
নামটা কি যেন?
কই সে তাকে একটু দেখি,
কোথায় পড়ে? কেন?


মেয়ে তো বেশ হয়েছে বড়,
ঘটক দেখাই নিয়ে,
আজকে থেকেই সাজলো না হয়,
মেকআপ-টেকাপ দিয়ে।


মেয়েদের আবার পড়ালেখা,
কী হবে তা দিয়ে?
করোনা তো এই সুযোগে,
দিন-না দিয়ে বিয়ে।


প্রস্তাব একটা আছে হাতে,
ছেলে ইঞ্জিনিয়ার,
বুয়েট থেকে পাশ করেছে,
আর কী লাগে তার?


ঘন্টাব্যাপী কত কথা,
কত্ত খবর আনে,
তার মেয়ে যে তুলনাহীন,
তা-কি কেউ জানে?


হঠাৎ করেই মাসখানেকের,
পরের খবর বলে,
মেয়েটা নাকি ফাঁস নিয়েছে,
লাশ গিয়েছে ট্রলে।


এই দেখো না, কী নিয়তি,
কপালেতে লেখা,
কথায় বড় এই সমাজে,
হরহামেশাই দেখা।