চিন্তাগুলো জটলা বেঁধে,
হঠাৎ দিল টুকি,
ফোনটা রেখে কেমন করে,
বইখাতা- তে ঢুকি?


পড়ালেখা আর হবে না,
থমকে গেছে ঘড়ি,
সত্যিকারের মেধা ছাড়াই,
পাশের ছড়াছড়ি।


যতই দেখো যাচ্ছে কমে,
পড়ালেখার চাপ,
জ্ঞান সূচকে কে করবে,
সত্যিকারের মাপ?


মানুষ নাকি শখের বশেই,
পড়ালেখা করে?
শিখতে হবে এমন ভেবে,
কেউ কি এখন পড়ে?


স্বপ্ন যখন মানুষ হওয়ার,
পথ এখনো বাকি,
পড়ালেখা করতে হবে,
এবার তবে রাখি।