ঘড়িটা হয়তো সেকেলে,
শব্দহীন অর্থে টিক-টিক,
সেকেন্ড, মিনিট, ঘন্টা।
যাচ্ছে, যাচ্ছে হারিয়ে,
খুব তাড়াতাড়ি-
শূন্য হতে হতে,
মূল্যবান সময়গুলো,
এত দ্রুত?
সময় আছে, সময় নেই,
কতদিন আগের ঘড়িটা?
না, আমার মনে নেই।
আজ থেকে ঠিক পঞ্চাশ,
হ্যাঁ, এতগুলো বছর পরে,
অস্তিত্ব থাকবে কি?
এই হাত ঘড়িটার?
হয়তো হয়ে সেকেলে,
শেষ কোনো বিকেলে,
দু'বার ঠিক সময় নিয়ে,
শব্দহীন অর্থে টিক-টিক...


✍️ কবি যোগীন্দ্রনাথ সরকার - এর শিশুতোষ কবিতা "কাকাতুয়া"-র কথা মনে রেখে কবিতাটি লেখা। এখানে, হাতঘড়ির সাথে মানুষের বেঁচে থাকা ও অস্তিত্বের সামঞ্জস্য বজায় রেখে গত হয়ে যাওয়া সময়কে দেখানো হয়েছে।