আটটা খাতা, ছয়টা কলম,
আর একটা বই,
মোট হয়েছে তিনশো‌ পঞ্চাশ,
আর দশ টাকা কই?


আচ্ছা তুমি কোন ক্লাসে পড়?
এইযে তুমি করলে হিসেব,
ক্যালকুলেটর ছাড়াই,
দাড়াও টাকা দিচ্ছি তোমায়,
একটু এখন দাঁড়াই?


ক্লাস ফাইভে উঠছি এবার,
যাইব না আর ঘোরা,
বাবায় কইছে শিখছি মেলা,
লাগব না আর পড়া।


জানেন আপু, বোনরে আমার,
দিলো সেদিন বিয়া,
ক্লাস টেনে উঠত এবার,
ভালো রেজাল্ট নিয়া।


মায়ে আমার কানলো কত,
বাবার বোঝা পড়া,
জুতার পাটি দিয়া মা'রে,
হইলো কত মারা।


বোন আমার তো চাইছিল,
হইতে ডাক্তার,
স্কুল বন্ধ আর কি পড়া,
হইব এখন তার?


এই করোনায় কে মরেনাই,
হারাইছি স্কুল...
নাঃ, আর না কই আপু,
হিসাব হইবো ভুল।


আমি এখন বাড়ির পথে,
আবার ফিরে দেখা,
কষ্ট এমন তুলে ধরে,
হয়তো হবে লেখা।


শিক্ষা জাতির মেরুদণ্ড,
নেই কি কারো জানা?
যেখানে,
মানুষ হলেও সব মানুষের,
স্বপ্ন দেখা মানা...