ধর্ষিত মন, বধির স্টেশন, বইছে কাঁধে শবের গাড়ি
নামাও আঙুল, স্পর্ধা খুব, জোছনা মৃত চাঁদের বাড়ি


শ্রাবণ রিডে মেঘের ঘরে বাজায় গিটার রিক্ত ভিড়ে
কুসুমদোলা নরম ঝড়ে উপড়ে গেছে শিকড় ছিঁড়ে...


বিলোয় সিঁদুর, সিক্ত চুলে, স্থবির নদী ভাঙছে পাহাড়
পিষ্ট গোলাপ, অঙ্ক ভুলে, পালকি বেচে নিঃস্ব কাহার


সময় স্রোতে, নিঠুর ক্ষমা, সাজায় চিতা ব্যর্থ নালিশ
মনের ছাদে শ্যাওলা জমে, একলা কাঁদে আগুন বালিশ


জড়ায় সুতো, বেহাগ সুরে, শিকল পায়ে জীর্ণ পথে
শাণিত ভয়, বিছানা জুড়ে লাগায় মলম প্রেমের ক্ষতে...


শীর্ণ দেহে, ভাতের ঘ্রাণে, রূপোর বাটি, পিতল-কাঁসা,
গর্ভ বীজে আঘাত হানে, দাও ফিরিয়ে আদরবাসা...