শেষে দিন আসে,
দিনের শেষে রাত;
রাত-দিনের পরিবর্তন
খোদার নেয়ামত!
চিরদিন সবার সমান যায়না,
রাত ও দিনের মানে;
সুদিন-দুর্দিন তেমনি ভাবে
আসে পালাক্রমে।
সুদিনে থেকে দুর্দিনের কথা
যারা ভুলে যায়;
দুঃসময়ে তারা কপাল থাপড়িয়ে
করে হায় হায়!
সুদিনের থাকার ব্যবহার
মানুষ মনে রাখে;
হিংসা-দেমাগে প্রতিহিংসা
আপনাআপনি আসে!
আঘাত করলে প্রত্যাঘাতের জন্যে
প্রস্তুত থাকতে হয়;
নিউটনের তৃতীয় সূত্র
মোটেও মিথ্যে নয়!
এই দিন, দিন দিন নয়
আরও দিন আছে,
এই দিনের ফল পাবে
সেই দিনের কাছে!
ভূত চেপেছে তোমার ঘাড়ে,
আগুন নিয়ে খেলা!
গরম মাথা ঠান্ডা হলে
বুঝবে ভুলের জ্বালা!
তুমি যেমন বিগড়ে গেছ,
বিগড়াই যদি আমি;
তোমার-আমার যুদ্ধে নগর
হবে বধ্যভূমি!
গায়ের জোরে করো নাকো
কাউকে অবহেলা;
শক্তি যেদিন ফুরিয়ে যাবে,
বুঝবে সেদিন জ্বালা !